২০ দলের দুই দিনের কর্মসূচি
প্রকাশ: ২৬ আগস্ট ২০১৪
সমকাল প্রতিবেদক
জাতীয় সংসদের হাতে উচ্চ আদালতের বিচারকদের অভিশংসন ক্ষমতা দেওয়ার প্রতিবাদে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে ২০ দলীয় জোট। মঙ্গলবার সারাদেশের মহানগর ও জেলা শহর এবং বুধবার রাজধানীতে মিছিল-সমাবেশ করবে বিএনপি নেতৃত্বাধীন এই জোট। এ ছাড়া জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক 'গুম দিবস' উপলক্ষে ৩০ আগস্ট ঢাকাসহ সারাদেশে মানববন্ধন করবে ২০ দল। গতকাল সোমবার বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন।
রিজভী বলেন, মঙ্গলবার দেশের মহানগর ও জেলা শহর এবং বুধবার ঢাকা মহানগরীর ১৫টি স্থানে বিক্ষোভ মিছিল-সমাবেশ করবে ২০ দল।
তিনি বলেন, সংবিধানে বলা হয়েছে, রাষ্ট্র বিচার বিভাগ পৃথকীকরণ নিশ্চিত করবে। অথচ আদালতের ওপর একচ্ছত্র নিয়ন্ত্রণ বজায় রাখতে সংসদে বিচারপতিদের অভিশংসন আইন করা হচ্ছে।
রিজভী বলেন, মঙ্গলবার দেশের মহানগর ও জেলা শহর এবং বুধবার ঢাকা মহানগরীর ১৫টি স্থানে বিক্ষোভ মিছিল-সমাবেশ করবে ২০ দল।
তিনি বলেন, সংবিধানে বলা হয়েছে, রাষ্ট্র বিচার বিভাগ পৃথকীকরণ নিশ্চিত করবে। অথচ আদালতের ওপর একচ্ছত্র নিয়ন্ত্রণ বজায় রাখতে সংসদে বিচারপতিদের অভিশংসন আইন করা হচ্ছে।