টাঙ্গাইল জেলার তিন গুণী সন্তানকে সংবর্ধনা দিয়েছে ঢাকাস্থ টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরাম। ইংরেজি দৈনিক নিউ নেশন পত্রিকার সম্পাদক এএম মোফাজ্জল, কবি আল মুজাহিদী এবং কবি ও সাংবাদিক সাযযাদ কাদিরকে গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা দেওয়া হয়।
ফোরামের নবগঠিত কমিটির সংবর্ধনার জন্য আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী ড. আবদুর রাজ্জাক। সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা যুব সমিতির সভাপতি শফি মাহমুদ মুকুল চৌধুরী।
ফোরামের নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে সংবর্ধিত হন গাফফার মাহমুদ ও জীবন ইসলাম।
মন্তব্য করুন