- খবর
- ঢাকা-উত্তরাঞ্চল সড়ক যোগাযোগ সাড়ে ৯ হাজার কোটি টাকা দেবে এডিবি
খবর
ঢাকা-উত্তরাঞ্চল সড়ক যোগাযোগ সাড়ে ৯ হাজার কোটি টাকা দেবে এডিবি
এডিবির সহযোগিতায় দক্ষিণ এশিয়া উপ-আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা (সাসেক) কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে। এর কেন্দ্রবিন্দুতে রয়েছে যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন। সাসেক আঞ্চলিক উন্নয়নকে গতিশীল করতে কাজ করছে। ২০০১ সাল থেকে সাসেক সদস্যরা বিভিন্ন প্রকল্পে ৯ দশমিক ১৭ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করেছে। এর মধ্যে ৩১টি যোগাযোগ প্রকল্প রয়েছে, যেখানে ৭ দশমিক ৩ বিলিয়ন ডলার বিনিয়োগ হয়েছে।
এডিবি জানায়, ঢাকা-উত্তরাঞ্চল যোগাযোগ উন্নয়নে এডিবি ১৯৯৪ সাল থেকেই সরকারের সহযোগী। যমুনা ব্রিজ তৈরির সময় ১৯ কোটি ৮০ লাখ ডলার ঋণ দেয় ম্যানিলাভিত্তিক সংস্থাটি। যাকে আন্তর্জাতিক করিডর উন্নয়নের প্রথম পর্যায় বলছে এডিবি। ওই ঋণে জয়দেবপুর থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত ৭০ কি.মি. সড়ক তৈরি করা হয়। এ সড়ক বাংলাদেশ থেকে ভুটান ও ভারতে যাওয়ার প্রবেশদ্বার হিসেবে কাজ করছে। এবার আন্তর্জাতিক করিডর উন্নয়নের দ্বিতীয় পর্যায়ের জন্য ঋণ দিচ্ছে এডিবি। এ ঋণে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে হাটিকুমরুল হয়ে রংপুর পর্যন্ত ১৯০ কিলোমিটার সড়ক উন্নয়ন করা হবে।
মন্তব্য করুন