পুরান ঢাকায় ব্যবসায়ী গুলিবিদ্ধ
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০১৮
সমকাল প্রতিবেদক
চিকিৎসাধীন ওয়াসিম সাংবাদিকদের জানান, রাত ৯টার দিকে তিনি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে শ্রীশদাস লেন দিয়ে হেঁটে বাসায় ফিরছিলেন। বিউটি বোর্ডিং গলি দিয়ে যাওয়ার সময় কয়েকজন যুবককে নিজেদের মধ্যে তর্কবির্তক করতে দেখেন। হঠাৎ করেই গুলির শব্দে তিনি বসে পড়েন। একপর্যায়ে নিজের পায়ে রক্ত দেখতে পান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেন।
সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আশরাফ উদ্দিন জানান, গুলিবিদ্ধ ওয়াসিমের সঙ্গে পুলিশের কথা হয়েছে। ধারণা করা হচ্ছে, সন্ত্রাসীদের অভ্যন্তরীণ কোনো ঝামেলায় গুলি ছোড়া হয়। এতে পথচারী ওয়াসিম আহত হন। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।