গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মন্দিরের জায়গা দখল ও মন্দির কমিটির সদস্যদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার উপজেলার উনশিয়া ভট্টের বাগান মন্দির কমিটির আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে সকালে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী সরকার, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন সরদার, কাউন্সিলর মিজানুর রহমান মিঠু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কোটালীপাড়া শাখার সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র দাম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কোটালীপাড়া শাখার সভাপতি সুভাষ চন্দ্র বালা, ভট্টের বাগান মন্দির কমিটির সহসভাপতি অশোক কর্মকার, সাধারণ সম্পাদক রতন আচার্য, সুকরঞ্জন হীরা বক্তব্য দেন।
মন্তব্য করুন