বাংলা ভাষা নিয়ে মেধাভিত্তিক টিভি রিয়েলিটি শো 'ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ-২য় বর্ষ'-এর চট্টগ্রাম বিভাগের বাছাইপর্ব গতকাল শুক্রবার সম্পন্ন হয়েছে। বাছাইপর্বের প্রতিযোগিতায় অংশ নেওয়া এক হাজারের অধিক শিক্ষার্থীর মধ্যে ঢাকার মূল পর্বে যাওয়ার সুযোগ পেয়েছে বিভাগের সেরা ১০ বাংলাবিদ। নগরের ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শেষ হয় এ প্রতিযোগিতা। বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড ইস্পাহানি মির্জাপুরের উদ্যোগ, পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতায় বাংলাভাষা নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করে চ্যানেল আই। নতুন প্রজন্মের কাছে শুদ্ধ বাংলা, বানান ও ব্যবহার ছড়িয়ে দিতে দ্বিতীয় বারের মতো এমন আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক নিয়ামত উল্লাহ ভূঁইয়া, অবসরপ্রাপ্ত শিক্ষক ড. ময়ূখ চৌধুরী এবং আবৃত্তিশিল্পী মাহীদুল ইসলাম। বাছাই পর্ব শেষে নির্বাচিতদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. মোসলেহ উদ্দিন ভূঁইয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শান্তনু বিশ্বাস।

উল্লেখ্য, ঢাকায় মূলপর্ব শেষে দেশসেরা বাংলাবিদ জিতে নেবে ১০ লাখ টাকার মেধাবৃত্তি। এ ছাড়াও দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী পাবে যথাক্রমে ৩ লাখ ও ২ লাখ টাকার মেধাবৃত্তি। তাছাড়া প্রথম দশজন প্রতিযোগী পাবে ১টি ল্যাপটপ এবং ব্যক্তিগত গ্রন্থাগার করার জন্য ৫০ হাজার টাকা সমমূল্যের বাংলা বই ও বইয়ের আলমারি।

মন্তব্য করুন