চট্টগ্রামে ৫ গাড়ি চালককে কারাদণ্ড
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০১৮
চট্টগ্রাম ব্যুরো
কাপ্তাই রাস্তার মাথায় ড্রাইভিং লাইসেন্স ছাড়া হিউম্যান হলার চালানোয় মো. রিপন নামে এক চালককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই স্থানে প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া সিএনজিচালিত অটোরিকশা চালানোর অভিযোগে নুরুল আলম নামে এক চালককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া সরকারি কাজে বাধা ও আদেশ অমান্য করায় শাহেদুল ইসলাম নামে এক চালককে এক মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এই অভিযানে আটটি গাড়ি জব্দ, ১৮টি মামলা দায়ের ও প্রায় ৮২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অন্যদিকে বড়পুল এলাকায় লাইসেন্স ছাড়া বাস চালানোর অভিযোগে মো. মান্নান নামে এক চালককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। লাইসেন্স ছাড়া গাড়ি চালানোয় শরিফুল ইসলাম নামে আরেক চালককে এক মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এই অভিযানে ৪৭টি মামলা দয়ের, তিনটি গাড়ি জব্দ ও ৭৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।