নারী উদ্যোক্তা সৃষ্টিতে আমলাতান্ত্রিক বাধা দূর করতে হবে
সিলেটে কর্মশালায় বক্তারা
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০১৮
সিলেট ব্যুরো
কর্মশালায় বক্তারা বলেন, আমদানি-রফতানি বাণিজ্যে নারী উদ্যোক্তা সৃষ্টি এবং ব্যবসা সম্প্রসারণে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হলে আমলাতান্ত্রিক বাধাগুলো দূর করতে হবে। এটি দূর হলে আমদানি-রফতানি বাণিজ্যে নারীদের অংশগ্রহণ বাড়বে।
বক্তারা জানান, প্রকল্প বাস্তবায়নের জন্য বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করা হয়েছে।
বিভাগীয় সদরগুলোতে সেমিনার ও কর্মশালার মাধ্যমে নারী উদ্যোক্তাদের মতামত নেওয়া হবে। এ জন্য নির্দিষ্ট চারটি প্রকল্পে নারী উদ্যোক্তাদের জন্য কারিগরি সহায়তা দেওয়া হবে। প্রকল্পগুলো হচ্ছে- এগ্রো প্রসেসিং, আইসিটি, বুনয়ন শিল্প ও তাজা ফুল প্রসেসিং প্রকল্প। সরকারের পলিসি হচ্ছে 'ওয়ান ডিস্ট্রিক্ট-ওয়ান প্রোডাক্ট'।
চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. হামিদুর রহমান খান। প্রতিবেদন উপস্থাপন করেন বাংলাদেশ রিজিওনাল কানেক্টিভিটি প্রকল্প-১-এর পরিচালক ও বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. হেমায়েত উদ্দিন, প্রকল্প ব্যবস্থাপক ড. মো. মাহমুদুর রহমান ও ওয়ার্ল্ড ব্যাংকের কনসালট্যান্ট ফুয়াদ এম খালিদ হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চেম্বারের পরিচালক মো. হিজকিল গুলজার, সুনামগঞ্জ চেম্বারের পরিচালক জিএম তাসহিজ, সিলেট উইমেন চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায়। চেম্বারের সিনিয়র সহসভাপতি মাসুদ আহমদ চৌধুরী, সহসভাপতি মো. এমদাদ হোসেন, সিলেট মেট্রোপলিটন চেম্বারের সহসভাপতি হুরায়রা ইফতার হোসেন, পরিচালক রাজীব ভৌমিক, কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনারেট সিলেটের সহকারী কমিশনার আহমেদুর রেজা চৌধুরী, তামাবিল স্থলবন্দরের সহকারী পরিচালক পার্থ ঘোষ, উদ্যোক্তা জয়নুল আক্তার চৌধুরী, বাংলাদেশ এগ্রো প্রসেরস অ্যাসোসিয়েশনের ডেপুটি সেক্রেটারি শাহনাজ বেগম পান্না, নারী উদ্যোক্তা রাশিদা আক্তার ও সাইদুল হাসান।
পরে বিকেলে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) সিলেট অঞ্চলের সম্ভাবনা ও সমস্যা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুশেন চন্দ্র দাস সিলেট অঞ্চলে বিসিকের কার্যক্রম আরও বিস্তৃত ও প্রসারে সরকারের গৃহীত উদ্যোগের কথা জানান।