নিয়োগের ২৭ বছর পর পদোন্নতি পাচ্ছেন ৪২৩ স্কুলশিক্ষক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০১৮
সমকাল প্রতিবেদক
নিয়োগ পেয়ে একই পদে এতকাল চাকরি করে আসছিলেন।
এ প্রসঙ্গে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক আবদুল মান্নান সমকালকে জানান, সরকার সহকারী শিক্ষকদের পদোন্নতি দেওয়ার লক্ষ্যে আন্তরিকভাবে চেষ্টা করলেও একটি পক্ষের মামলার কারণে কিছুটা দেরি হলো। তবু শেষ পর্যন্ত পদোন্নতি পাচ্ছেন সহকারী শিক্ষকরা।
জানা গেছে, পদোন্নতির জন্য মোট পদ রয়েছে ৫২৭টি। এর মধ্যে ২০ শতাংশ পদ সরাসরি নিয়োগের জন্য সংরক্ষিত থাকবে। বাকি ৪২৩টি পদের বিপরীতে পদোন্নতি দেওয়া হবে। ১৯৮ জন সহকারী শিক্ষক (পুরুষ) পদোন্নতি পেয়ে সহকারী প্রধান শিক্ষক হবেন। আর সহকারী শিক্ষিকা থেকে
সহকারী প্রধান শিক্ষিকা হবেন ১৭৩ জন। আর বাকি সহকারী শিক্ষকদের মধ্য থেকে সহকারী জেলা শিক্ষা অফিসার হবেন ৫২ জন। শিগগিরই শিক্ষা মন্ত্রণালয় থেকে তাদের পদোন্নতির আদেশ জারি হতে পারে বলে জানা গেছে।