উপমহাদেশের অন্যতম ইসলাম প্রচারক হযরত খাজা গরীব নাওয়াজ মুইনুদ্দীন চিশতী (রহ.)। শরীয়তপুর জেলার নড়িয়া থানাধীন পণ্ডিতসারে চিশতীনগর খানকায়ে আজ মঙ্গলবার তার অবদানের ওপর আন্তর্জাতিক সেমিনার আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পানিসম্পদ প্রতিমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি। অনুষ্ঠানে দেশ বরেণ্য ইসলামী চিন্তাবিদরা অংশগ্রহণ করবেন। সেমিনারে সভাপতিত্ব করবেন চিশতীনগরের গদিনশিন হযরত শাহযাদা সুফি সৈয়দ গোলাম মোনয়েম হোসাইনী চিশতী।