- খবর
- জমি কেনাবেচায় কাগজ সঠিকভাবে যাচাই করতে হবে -আইজিপি
খবর
জমি কেনাবেচায় কাগজ সঠিকভাবে যাচাই করতে হবে -আইজিপি
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০১৯
সমকাল প্রতিবেদক
অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত বই তিনটির মধ্যে 'নিস্কণ্টক জমির মালিকানা' লিখেছেন অতিরিক্ত ডিআইজি গাজী মোজাম্মেল হক, 'অপরাধ ও দণ্ডসমগ্র' লিখেছেন এআইজি ফারুক আহমেদ এবং 'যে গল্প হয় না লেখা' গল্প সংকলনের লেখক উপপরিদর্শক হাফিজুর রহমান। অনুষ্ঠানে পুলিশ প্রধান আইন-শৃঙ্খলা রক্ষার মতো কঠোর দায়িত্বে নিয়োজিত থেকেও লেখালেখিতে সম্পৃক্ত থাকার জন্য লেখকদের ধন্যবাদ জানান।
এ সময় অন্যদের মধ্যে অতিরিক্ত আইজিপি মইনুর রহমান চৌধুরী, সিটিটিসির ডিআইজি মনিরুল ইসলাম ও ডিআইজি হাবিবুর রহমান বক্তব্য দেন। পুলিশ সূত্র জানায়, জমি সম্পর্কে কিছুই জানেন না এমন একজন সাধারণ মানুষ জমি কিনতে চাইলে তার কী করণীয়, কীভাবে অগ্রসর হবেন, তা সহজ ও প্রাঞ্জল ভাষায় তুলে ধরা হয়েছে 'নিস্কণ্টক জমির মালিকানা' বইটিতে।