- খবর
- নরসিংদীতে প্রি-পেইড মিটার স্থাপন নিয়ে মতবিনিময়
খবর
নরসিংদীতে প্রি-পেইড মিটার স্থাপন নিয়ে মতবিনিময়
প্রকাশ: ১৪ মার্চ ২০১৯
এ সময় প্রধান অতিথি জয়নাল আবেদীন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রথম পর্যায়ে ঢাকা ও পার্শ্ববর্তী ১১টি জেলায় প্রি-পেইড মিটার স্থাপনের নির্দেশনা দিয়েছেন। সে পরিপ্রেক্ষিতে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতির-১-এর আওতায় আগামী জুনের মধ্যে ৩০ হাজার মিটার স্থাপনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্য অর্জনে সবার সহযোগিতা কামনা করেন তিনি। সভা সঞ্চালনা করেন মাধবদী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মহিউদ্দিন মোশাহেদুল্লাহ। সংবাদ বিজ্ঞপ্তি।