প্রকাশ: ১৪ মার্চ ২০১৯
চট্টগ্রাম ব্যুরো
রিহ্যাব চট্টগ্রাম সূত্র জানায়, মেলায় ৫৬টি প্রতিষ্ঠানের ৭৬টি স্টল থাকবে। এর মধ্যে আবাসন নির্মাতা প্রতিষ্ঠান রয়েছে ৩৬টি, ব্যাংক ও অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান ১১টি ও নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান থাকবে ৯টি। এ ছাড়া ১৭টি প্রতিষ্ঠান কো-স্পন্সর হিসেবে মেলায় অংশ নেবে। আজ বৃহস্পতিবার থেকে ১৭ মার্চ রোববার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে
রাত ৯টা এ মেলা চলবে।
মেলা উপলক্ষে বুধবারের র্যালিতে শতাধিক সাইক্লিস্ট অংশ নেন। 'স্বপ্নীল আবাসন সবুজ দেশ, লাল সবুজের বাংলাদেশ' স্লোগানে র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে বেলুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক এবং রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম অঞ্চলের চেয়ারম্যান আবদুল কৈয়ুম চৌধুরী।