প্রকাশ: ১৪ মার্চ ২০১৯
এজন্য প্রায় ২৫ লাখ টাকা প্রয়োজন। সুস্থ জীবনে ফিরতে চিকিৎসার বিপুল পরিমাণ এই অর্থের সংস্থানের জন্য দুলাল রঞ্জন দত্ত সমাজের বিত্তমান ও হৃদয়বান মানুষের সহায়তা চেয়েছেন। তাকে সাহায্য পাঠানোর ঠিকানা :দুলাল রঞ্জন দত্ত, হিসাব নম্বর :০০১২১০০০০২৩৫৭ সাউথইস্ট ব্যাংক, বগুড়া; বিকাশ নম্বর :০১৭১৬০০১৬৫০। সংবাদ বিজ্ঞপ্তি।