প্রকাশ: ১৪ মার্চ ২০১৯
সমকাল প্রতিবেদক
বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় এ কবির লেখা উপন্যাস 'বেদের মেয়ে', কাব্য 'সোজন বাদিয়ার ঘাট', 'নক্সী-কাঁথার মাঠ' এবং কবর, আসমানীসহ বিভিন্ন কবিতা পাঠকমনে নাড়া দেয়।
বাংলা সাহিত্যে অসামান্য অবদানের জন্য জসীম উদ্দীন ১৯৭৬ সালে ইউনেস্কো পুরস্কার, ১৯৬৮ সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ডি. লিট উপাধি
ও ১৯৭৬ সালে একুশে পদকে ভূষিত হন।
তিনি ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে নানাবাড়িতে জন্মগ্রহণ করেন।