প্রকাশ: ১৫ মার্চ ২০১৯
সিলেট ব্যুরো
বৃহস্পতিবার দুপুরে কলেজ ক্যাম্পাসের টিচার্স কমন রুমের সামনে তার ওপর ওই হামলা হয়। রকির মাথা ও হাতে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন পাওয়া গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
এদিকে হামলার পর ক্যাম্পাসে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগ। মিছিল থেকে শিবির ক্যাডারদের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়। কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ সেলিম মিয়া জানান, হামলার পর ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান সানি জানান, গতকাল সকালে শিবিরের কিছু কর্মী কলেজে তাদের কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করেছিল। এ সময় রকির নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের প্রতিহত করে। এরপর দুপুরে শিবির ক্যাডাররা তার ওপর অতর্কিতে হামলা চালিয়ে গুরুতর আহত করে। তিনি হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানান। অন্যথায় ছাত্রলীগ কঠোর আন্দোলন গড়ে তুলবে বলে হুঁশিয়ারি দেন।