- খবর
- নির্যাতন ও টাকা দাবি বরিশালে স্ত্রীর বিরুদ্ধে পুলিশ সদস্যের মামলা
খবর
নির্যাতন ও টাকা দাবি বরিশালে স্ত্রীর বিরুদ্ধে পুলিশ সদস্যের মামলা
প্রকাশ: ১২ জুন ২০১৯
বরিশাল ব্যুরো
মামলায় অভিযুক্তরা হচ্ছে- জিয়াদের স্ত্রী জান্নাতুল নাইমা ইতি, শাশুড়ি জাহানারা বেগম, শ্যালিকা ফাতেমা মুক্তি ও শ্যালক মোহন পঞ্চায়েত। জান্নাতুল কাশীপুর ইউনিয়নের বিল্ক্ববাড়ি গ্রামের নাছির পঞ্চায়েতের মেয়ে।
জিয়াদ খানের অভিযোগের বরাত দিয়ে আদালতের বেঞ্চ সহকারী
মো. জহিরুল ইসলাম জানান, ফেসবুকের মাধ্যমে জান্নাতুল ও জিয়াদ খানের পরিচয় হয়। গত বছরের ২৪ সেপ্টেম্বর জিয়াদকে জিম্মি করে বিয়ের কাবিন করে জান্নাতুল। এরপর আরআরএফ পুলিশ লাইন্স সংলগ্ন সুলতান গাজীর বাসা ভাড়া নিয়ে বাসবাস করতে শুরু করেন তারা। গত ১১ এপ্রিল রাতে অন্য আসামিরা জিয়াদের বাসায় বেড়াতে গেলে তাদের উপস্থিতিতে স্ত্রী জান্নাতুল স্বামীর কাছে ১০ লাখ টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে বাসায় রাখা এক লাখ ২০ হাজার টাকাসহ অন্য মালপত্র নিয়ে জান্নাতুল বাবার বাড়ি চলে যায়। টাকার জন্য জিয়াদকে বিভিন্ন সময় নির্যাতনও করত স্ত্রী জান্নাতুল।