- খবর
- বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সম্মেলন শুরু আজ
খবর
বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সম্মেলন শুরু আজ
প্রকাশ: ১২ জুন ২০১৯
সমকাল প্রতিবেদক
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা জানান, সম্মেলনের আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে সীমান্তপথে বাংলাদেশে ফেনসিডিল, গাঁজা, মদ, ইয়াবা, ভায়াগ্রা, সেনেগ্রা ট্যাবলেটসহ অন্যান্য মাদক ও নেশাজাতীয় দ্রব্যের চোরাচালান ঠেকানো; সীমান্তে নিরস্ত্র বাংলাদেশি
নাগরিকদের হত্যা বা আহতের ঘটনা শূন্যে নামিয়ে আনা; অস্ত্র-গুলি ও বিস্ম্ফোরক দ্রব্য পাচার বন্ধ করা, বাংলাদেশি নাগরিকদের ধরে নিয়ে যাওয়া বা আটক করা এবং অবৈধ অনুপ্রবেশ ও বাংলাদেশ-ভারত সীমান্ত দিয়ে মিয়ানমারের নাগরিকদের সীমান্ত অতিক্রম বন্ধে যৌথ প্রচেষ্টা। এ ছাড়া মুহুরিরচর এলাকায় স্থায়ী সীমান্ত পিলার নির্মাণ, উভয় দেশের সীমান্ত নদীর তীর সংরক্ষণ কাজ, সীমান্তের দেড়শ' গজের মধ্যে উন্নয়নমূলক নির্মাণ কাজ এবং উভয় বাহিনীর মধ্যে পারস্পরিক যোগাযোগ ও বিরাজমান সৌহার্দ্য বাড়ানো নিয়েও আলোচনা হবে।
সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলে বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ও বিজিবি সদর দপ্তরের সংশ্নিষ্ট স্টাফ অফিসার, প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, বাংলাদেশ জরিপ অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং যৌথ নদী কমিশনের সংশ্নিষ্ট কর্মকর্তারা প্রতিনিধিত্ব করবেন। ভারতীয় প্রতিনিধি দলে বিএসএফ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দেশটির স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা রয়েছেন।
এ ছাড়া সীমান্ত সম্মেলন উপলক্ষে বিএসএফ ওয়াইভস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আট সদস্যের প্রতিনিধি দল বিজিবি পরিচালিত 'সীমান্ত পরিবার কল্যাণ সমিতি'র (সীপকস্) বিভিন্ন কর্মকাণ্ড পরিদর্শন করবে। আজ বিকেল ৫টায় পিলখানার বীর উত্তম ফজলুর রহমান খন্দকার মিলনায়তনে বিজিবি ও বিএসএফের মধ্যে প্রীতি কাবাডি ম্যাচ অনুষ্ঠিত হবে।