- খবর
- সড়কে এবার মাছ বিক্রেতাদের বিক্ষোভ
খবর
সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা
সড়কে এবার মাছ বিক্রেতাদের বিক্ষোভ
প্রকাশ: ১২ জুন ২০১৯
চট্টগ্রাম ব্যুরো
নগরীর বাকলিয়া থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দিন জানান, প্রথমে সংগঠন দুটির উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়। সকাল ১১টার দিকে মানববন্ধনের লোক সমাগম বেড়ে যায়।
সোনালী যান্ত্রিক মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আমিনুল হক বাবুল সরকার জানান, ইলিশের ভরা মৌসুম চলছে। অথচ সরকার এখন জেলেদের সাগরে যেতে দিচ্ছে না। তারা যারা মাছের ব্যবসা করেন, তাদের ঘরে এখন অভাব-অনটন। এজন্য তারা রাস্তায় আসতে বাধ্য হয়েছেন।
সরকারি নিষেধাজ্ঞার কারণে গত ২০ মে থেকে সাগরে বাংলাদেশের সীমানার মধ্যে মাছ ধরা বন্ধ রয়েছে। ৬৫ দিনের এ নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে আগামী ২৩ জুলাই।