নাইকো দুর্নীতি মামলার বিচারে কেরানীগঞ্জের কারাগারে আদালত স্থাপনের বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা রিট আবেদনটি নিয়মিত বেঞ্চে পাঠানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি খায়রুল আলমের হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ গতকাল মঙ্গলবার উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন। ফলে খালেদা জিয়ার রিটের শুনানি হবে হাইকোর্টে নিয়মিত বেঞ্চে। অবকাশকালীন ছুটি শেষে ১৬ জুন থেকে হাইকোর্টের নিয়মিত বেঞ্চ বসবে।