প্রকাশ: ১২ জুন ২০১৯
মঙ্গলবার টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এক বিবৃতিতে বলেন, দুদকের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি এবং দুর্নীতির বিরুদ্ধে দুদকের কর্মকর্তাদের নিজেদের ক্ষেত্রে শূন্য সহনশীলতার কার্যকর চর্চা এবং এ অনুযায়ী জনবল ঢেলে সাজানো এখন সময়ের দাবি। ঘুষ লেনদেনে জড়িত পুলিশ কর্মকর্তার সব অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দায় পুলিশ প্রশাসনের পাশাপাশি দুদকেরও। দুদক পরিচালক খন্দকার এনামুল বছির এবং পুলিশের ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে তদন্ত
শেষ করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।