- খবর
- ধানমণ্ডিতে বিদ্যুৎস্পর্শে নির্মাণ শ্রমিকের মৃত্যু
খবর
ধানমণ্ডিতে বিদ্যুৎস্পর্শে নির্মাণ শ্রমিকের মৃত্যু
তৌহিদুলের এক সহকর্মী আবদুর রাজ্জাক জানান, তারা নির্মাণাধীন ভবনে কাজ করার পাশাপাশি ভবনটির দশম তলায় থাকেন। সোমবার সকাল ১০টার দিকে তাদের কক্ষে বৈদ্যুতিক বাতি না জ্বলায় তৌহিদুল লাইনে মেরামতের চেষ্টা করেন। ওই সময় বিদ্যুৎস্পর্শ হলে তাকে হাসপাতালে নেওয়ার পর দুপুর ১২টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের এএসআই আব্দুল্লাহ খান জানান, পেশায় রাজমিস্ত্রির সহকারী তৌহিদুলের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। স্বজন এলে লাশ হস্তান্তর করা হবে।
মন্তব্য করুন