- খবর
- মোহাম্মদপুরে পুলিশের পিটুনিতে চা দোকানির মৃত্যুর অভিযোগ
খবর
মোহাম্মদপুরে পুলিশের পিটুনিতে চা দোকানির মৃত্যুর অভিযোগ
স্থানীয়রা অভিযোগ করেন, ঢাকা উদ্যানের ডি ব্লকের ২ নম্বর রোডে ৯ তলা ভবনের পাশে সুমনের চায়ের দোকান। সোমবার রাত সাড়ে ৮টার দিকে একদল তরুণ সেখানে বসে লুডু খেলছিল। ওই সময় সাদা পোশাকে মোহাম্মদপুর থানা পুলিশ তাদের ধাওয়া দেয়। তরুণরা পালিয়ে যাওয়ায় পুলিশের এক সদস্য সুমনকে গালাগাল করেন। একপর্যায়ে তাকে মারধরও করা হয়। এতে সুমন মাটিতে পড়ে গেলে পুলিশ তাকে রেখেই চলে যায়। পরে স্থানীয়দের সহায়তায় স্বজনরা সুমনকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মোহাম্মদপুর থানার ওসি জি জি বিশ্বাস বলেন, ওই এলাকায় পুলিশের মারধরে কেউ মারা যায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। সুমনের স্বজনরা পুলিশকে জানিয়েছে, সুমন স্ট্রোক করে মারা গেছেন। এর আগেও তিনি দু'বার স্রেদ্বাক করেছিলেন।
মন্তব্য করুন