প্রকাশ: ১৯ জুলাই ২০১৯
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া
বর্তমানে ওই রোহিঙ্গারা সীমান্তের শূন্যরেখার ভারতীয় অংশে খোলা আকাশের নিচে অবস্থান করছে। এ অবস্থায় বাংলাদেশ সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
৬০ বিজিবির একজন শীর্ষ কর্মকর্তা বলেন, বৃহস্পতিবার সকাল থেকে ১২ জন রোহিঙ্গাকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছেন বিএসএফের সদস্যরা। খবর পেয়ে বিজিবি সদস্যরা সীমান্তে অবস্থান নেন। পরে রোহিঙ্গারা দু'দেশের শূন্যরেখার ভারতীয়
অংশে অবস্থান নেন। তাদের মধ্যে দু'জন পুরুষ, ৫ জন নারী এবং ৫ শিশু রয়েছে।
তিনি আরও বলেন, ভারত-বাংলাদেশ সীমান্তরক্ষীদের মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত কোনো পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়নি।