- খবর
- ঔষধ প্রশাসনের সেই দুই কর্মকর্তার চাকরিতে নিষেধাজ্ঞা
খবর
ঔষধ প্রশাসনের সেই দুই কর্মকর্তার চাকরিতে নিষেধাজ্ঞা
প্রকাশ: ১৯ জুলাই ২০১৯
সমকাল প্রতিবেদক
আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। দুই কর্মকর্তার পক্ষে ছিলেন আইনজীবী রবিউল আলম বুদু।
২০০৯ সালে রিড ফার্মার ভেজাল প্যারাসিটামল সিরাপ খেয়ে সারাদেশে অনেক শিশু মারা যায়। এ ঘটনায় ঔষধ প্রশাসন অধিদপ্তরের পক্ষ থেকে পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হয়। বিচার শেষে ২০১৬ সালের ২৮ নভেম্বর পাঁচজনকে খালাস দেন আদালত। পরে ২০১৭ সালের ২৩ সেপ্টেম্বর ঔষধ প্রশাসনের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। কিন্তু চলতি বছরের ৩১ মার্চ তাদের 'তিরস্কার' লঘুদণ্ড দিয়ে সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করে প্রশাসন। বিষয়টি জানার পর গত ৩১ মার্চের ওই প্রত্যাহার
আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে আইনজীবী মনজিল মোরসেদ হাইকোর্টে আবেদন করেন।