- খবর
- ফতুল্লায় প্রতিপক্ষের হামলায় মাদক ব্যবসায়ী নিহত
খবর
ফতুল্লায় প্রতিপক্ষের হামলায় মাদক ব্যবসায়ী নিহত
প্রকাশ: ১১ আগস্ট ২০১৯
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে পূর্ব দেলপাড়া এলাকায় একটি বাড়ির সামনে জুম্মন দাঁড়িয়ে ছিল। ওই সময় একই এলাকার কালুর ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী মারুফসহ ৫-৭ জন লোহার রড, শাবল নিয়ে জুম্মনকে এলোপাতাড়ি পেটাতে থাকে। একপর্যায়ে আশপাশের লোকজন জড়ো হয়ে তাদের কাছ থেকে জুম্মনকে উদ্ধার করে। আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক জুম্মনকে মৃত ঘোষণা করেন।
ফতুল্লা মডেল থানার এসআই ইলিয়াস জানান, মাদক ব্যবসার বিরোধের জের ধরে প্রতিপক্ষের মাদক ব্যবসায়ীদের হামলায় জুম্মন নিহত হয়েছে। তার লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে।
ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন বলেন, জুম্মন ও তাকে যারা হত্যা করেছে তারা সবাই মাদক ব্যবসায়ী। এ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।