- খবর
- সরকারের পতন অনিবার্য, ভোটের প্রস্তুতি নিন
খবর
নেতাকর্মীদের কর্নেল অলি
সরকারের পতন অনিবার্য, ভোটের প্রস্তুতি নিন
প্রকাশ: ২৫ আগস্ট ২০১৯
সমকাল প্রতিবেদক
গতকাল শনিবার বিকেলে এলডিপিতে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় মুক্তিমঞ্চের আহ্বায়ক ও এলডিপির সভাপতি একথা বলেন। রাজধানীর কারওয়ান বাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন দল ও পেশার শতাধিক নেতাকর্মীর জাতীয় মুক্তিমঞ্চে যোগদান উপলক্ষে এ অনুষ্ঠান হয়।
এতে এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ, প্রেসিডিয়াম সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল, যোগদানকারীদের মধ্যে আইনজীবী শরীফ আবদুল্লাহ হিল সাকী, আবদুল জলিল, কোরআনিক পার্টির প্রধান ওয়ালী উল্লাহ ফরহাদ প্রমুখ বক্তব্য দেন।
কর্নেল অলি বলেন, এই সরকারকে কারও ধাক্কা দিয়ে ফেলার দরকার নেই, আন্দোলনের মাধ্যমে সরানোরও দরকার নেই। কারণ যে কোনো সময় অর্থনৈতিক ধস নামবে। ব্যাংকের অবস্থা করুণ, ব্যবসা-বাণিজ্য বন্ধ, বেকার যুবকদের চাকরি নেই, তাহলে একটা দেশ কীভাবে চলে?