- খবর
- চট্টগ্রামে জাসাসের লিফলেট বিতরণে পুলিশি বাধার অভিযোগ
খবর
চট্টগ্রামে জাসাসের লিফলেট বিতরণে পুলিশি বাধার অভিযোগ
প্রকাশ: ২৫ আগস্ট ২০১৯
চট্টগ্রাম ব্যুরো
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেন, ডেঙ্গু রোগ প্রতিরোধে চট্টগ্রামে হেলথ ক্যাম্প করে মানুষকে চিকিৎসা দেওয়ার পাশাপাশি প্রতিদিন বিভিন্ন এলাকায় জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করছে বিএনপি ও জাসাস। সরকার এটাও সহ্য করতে পারছে না। সরকার চায় না বিরোধী দল জনগণের পাশে দাঁড়াক।
চট্টগ্রাম মহানগর জাসাসের সভাপতি কণ্ঠশিল্পী আবদুল মান্নান রানার সভাপতিত্বে সমাবেশে ছিলেন জাসাসের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অভিনেতা হেলাল খান, সহসভাপতি আহসান উল্লাহ, শিল্পী হাসান চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন রোকন, সাংগঠনিক সম্পাদক অভিনেতা চৌধুরী মাজহার আলী, আশরাফুল হক ডন, চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান প্রমুখ।