প্রকাশ: ২৫ আগস্ট ২০১৯
বরিশাল ব্যুরো
ওই ছাত্রীর বাবা জানান, বখাটে হাসান ঘরামী কয়েক মাস ধরে তার মেয়েকে প্রেমের প্রস্তাবসহ বিভিন্ন কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল। প্রস্তাব প্রত্যাখ্যান করলে হাসান তাকে বিয়ের জন্যও প্রস্তাব দেয়। কিন্তু তিনি বিয়ে দিতে রাজি হননি।
শুক্রবার সন্ধ্যায় প্রাইভেট পড়া শেষে ওই ছাত্রী সহপাঠীদের সঙ্গে বাড়ি ফিরছিল। বাড়ির কাছাকাছি ব্রিজের কাছে পৌঁছলে হাসান ওরফে হাসু দুটি মোটরসাইকেলে তার সহযোগীদের নিয়ে ওই ছাত্রীকে তুলে নিয়ে যায়। মুলাদী থানার ওসি জিয়াউল আহসান জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।