প্রকাশ: ২৫ আগস্ট ২০১৯
সিরাজগঞ্জ প্রতিনিধি
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, বাড়ির জমি নিয়ে হাট কান্দাপাড়া তালুকদারপাড়া এলাকার দুই ভাই মোতালেব তালুকদার ও মোহন তালুকদারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার দুপুরে এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মোহন তালুকদার ও তার তিন ছেলে কয়েকজন বহিরগতকে নিয়ে মোতালেব তালুকদারের বাড়িতে হামলা চালায়। তারা মোতালেব তালুকদার ও তার দুই ছেলেকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তিনজনকে উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে সোহেলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতেই মারা যান সোহেল।
সিরাজগঞ্জ সদর থানার ওসি আবু দাউদ জানান, এ ঘটনায় নিহতর মা শিউলি বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।