- খবর
- বড়লেখা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
খবর
বড়লেখা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি |
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: ২৫ আগস্ট ২০১৯
প্রকাশ: ২৫ আগস্ট ২০১৯স্থানীয় সূত্রে জানা গেছে, বড়লেখা উপজেলার বোবারতল সীমান্তে কাঁটাতারের বেড়া অতিক্রম করে শুক্রবার রাতে ১০-১৫ জনের বাংলাদেশি গরু পাচারকারী একটি দল ভারতে যায়। এ সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। বিএসএফের গুলিতে আহত অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থলেই মারা যান আব্দুর রউফ। শেষ খবর পাওয়া পর্যন্ত তার লাশের সুরতহাল শেষে ভারতের করিমগঞ্জ জেলার পাতাইরকান্দি থানায় নিয়ে গেছে বিএসএফ।
বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফয়জুর রহমান গতকাল শনিবার বিকেলে বলেন, বড়লেখা সীমান্তের কাঁটাতারের বেড়ার ২০০ গজ ভারতের ভেতরে একজন মারা গেছেন এমন খবর পাওয়া গেছে। তবে তার নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
আরও পড়ুন
মন্তব্য করুন