নিহতের ভাতিজা মো. মাসুদ জানান, তার চাচা হেঁটে ত্রিমোহনী ব্রিজ পার হচ্ছিলেন। ওই সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে অবস্থার অবনতি হয়। দুপুরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে বিকেল ৪টার দিকে সেখানেই তিনি মারা যান।
খিলগাঁও থানার উপপরিদর্শক নাজমুল আলম জানান, মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। ওই ঘটনায় মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে সুলতানের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন
মন্তব্য করুন