- খবর
- তিন বছরে ২০ হাজার ফেসবুক আইডি হ্যাক
খবর
তিন বছরে ২০ হাজার ফেসবুক আইডি হ্যাক
চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র?্যাব-২-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ জানান, ফেসবুক আইডি হ্যাক করে চরিত্রহননের চেষ্টা ও অর্থ আদায়ের অভিযোগে রাজধানীর মহাখালী থেকে মীর মাসুদ রানা ও সৌরভকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, বিভিন্ন কোম্পানির ২০টি সিমকার্ড, এনআইডি তৈরির অ্যাপ, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা গ্রহণে ব্যবহূত সিমকার্ড ও ফেসবুক আইডি হ্যাক সংক্রান্ত আলামত উদ্ধার করা হয়েছে। এই গ্রুপের মূল হোতা নাসির যুক্তরাষ্ট্র প্রবাসী। কিছুদিন আগে সাইবার অপরাধের কারণে সে দেশের পুলিশ গ্রেপ্তার করে তাকে। নাসির ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে লোকজনকে হ্যাকার গ্রুপে যোগ দেওয়ার আহ্বান জানায়। সে অনলাইনে ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে ফেসবুক আইডি হ্যাক ও ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরির কৌশল শেখায়। হ্যাকিংয়ের পর হাতিয়ে নেওয়া অর্থের কিছু অংশ পায় নাসির।
র?্যাব-২-এর অধিনায়ক বলেন, 'প্রথমে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের ফেসবুক আইডি হ্যাক করার অভিযোগ পায় র্যাব। সেটি তদন্ত করতে গিয়ে আরও ১৫ অভিনয় শিল্পীর আইডি হ্যাকের কথা জানা যায়। তবে হ্যাকাররা নায়ক-নায়িকাদের কাছ থেকে টাকা নেয়নি। টাকা আদায় করত মিডিয়ার বাইরের লোকজনের কাছ থেকে। মূলত তারা হ্যাকের নমুনা হিসেবে উল্লেখ করার জন্য নায়ক-নায়িকার আইডিতে হানা দিত। তারা মিশা সওদাগর, জায়েদ খান, রিয়াজ, শাহনুর, আঁচল, রেসি, কেয়া, মাহি, বিপাশাসহ বিভিন্ন অভিনেতা-অভিনেত্রীর ফেসবুক আইডি হ্যাক করেছিল। গ্রেপ্তারের সময় মাসুদ রানা ও সৌরভের কাছে ভারতীয় জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। হ্যাকার চক্রের আরও কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। তারা হলো বাবলু রহমান, আতিক, জেইনা রাইহান, আফরাজ মিম আশা, সারাকা মজুমদার, সিনথিয়া, তানভি, সুমাইয়া ও রুবি।'
সংবাদ সম্মেলনে অভিনেতা মিশা সওদাগর, জায়েদ খান ও অরুণা বিশ্বাসসহ চলচ্চিত্র জগতের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন