সিসিএনএফের কো-চেয়ার রেজাউল করিম চৌধুরীর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন আরেক কো-চেয়ার আবু মোরশেদ চৌধুরী, কোস্ট ট্রাস্টের যুগ্ম পরিচালক বরকত উল্লাহ মারুফ, ডিজাস্টার ফোরামের নইম গওহর ওয়ারা, এনজিও ফেডারেশন বাংলাদেশের রফিকুল ইসলাম এবং শরণার্থী ও দুর্যোগ বিশেষজ্ঞ মোহাম্মদ আবদুল লতিফ। কোস্ট ট্রাস্টের পরিচালক মোস্তফা কামাল আকন্দ স্বাগত বক্তব্য দেন। এ সময় সুশীল সমাজের নেতারা উপস্থিত ছিলেন।
মূল বক্তব্য উপস্থাপনকালে আবু মোরশেদ চৌধুরী কয়েকটি সংশোধনীর প্রস্তাব করে বলেন, জেআরপি একটি চলমান দলিল হতে হবে, যাতে সময়ের সঙ্গে প্রয়োজনমতো এতে সংশোধনী আনা যায়।
রেজাউল করিম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে রোহিঙ্গা মানবিক সহায়তা ব্যবস্থাপনার জন্য একটি একক কর্তৃত্ব থাকতে হবে, যা এ মুহূর্তে একটি জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়।
নইম গওহর ওয়ারা বলেন, রোহিঙ্গা মানবিক সহায়তা নিয়ে পরিকল্পনার সময় আমাদের মাথায় রাখতে হবে, এ কর্মসূচির ফলে যেন স্থানীয় অর্থনীতি উপকৃত হয়। যেমন- শরণার্থীদের ত্রাণের জন্য চিনি, শুঁটকি মাছ, লুঙ্গি ইত্যাদি আমদানি না করে স্থানীয় উৎপাদক বা সরকারি মিল থেকে তা সংগ্রহ করা যেতে পারে।
মন্তব্য করুন