বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে নিউইয়র্কে ১০ দিনব্যাপী ভার্চুয়াল বইমেলার আয়োজন করেছে মুক্তধারা ফাউন্ডেশন। আগামী ১৮ থেকে ২৭ সেপ্টেম্বর এ মেলা আয়োজনের ঘোষণা দেন নিউইয়র্ক বাংলা বইমেলা ২০২০-এর আহ্বায়ক ইমেরিটাস অধ্যাপক ড. জিয়াউদ্দীন আহমেদ।

১৯৯২ সালে জাতিসংঘের সামনে শহীদ মিনার স্থাপন করে বইমেলা প্রবর্তন করে মুক্তধারা ফাউন্ডেশন। ২৯তম আয়োজনটি উৎসর্গ করা হয়েছে জাতির পিতাকে। এবার মেলার স্লোগান- 'যত বই তত প্রাণ'। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের প্রখ্যাত লেখক-সাহিত্যিক-শিল্পী ও ২০টি প্রকাশনা সংস্থার অংশগ্রহণে এবারই প্রথম ভার্চুয়াল বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে।

১০ দিনের অনুষ্ঠানের দ্বিতীয় দিন থাকবে চতুর্থ শিশু-কিশোর মেলা। ২৫ সেপ্টেম্বর থাকছে মুজিববর্ষ ও বাংলাদেশি ইমিগ্র্যান্ট ডে নামক বিশেষ অনুষ্ঠান। এ ছাড়া প্রতিদিনের অনুষ্ঠান দেখা যাবে নিউইয়র্ক বইমেলার ওয়েবসাইট, ফেসবুক, ইউটিউব চ্যানেল ও সরাসরি টেলিভিশনে। এ ছাড়া পৃথিবীর সব দেশ থেকেই বই কেনার সুযোগ থাকছে।

জিয়াউদ্দীন আহমেদ বলেন, ২০২০ সালের বইমেলা নিয়ে আমাদের স্বপ্নই ছিল আলাদা। জাতির জনকের জন্মশতবর্ষ। বছর শুরু হওয়ার আগে জাতির জনককে নিবেদনে বিভিন্ন প্রক্রিয়া শুরু করে মুক্তধারা ফাউন্ডেশন। নিউইয়র্ক স্টেট সিনেটে জাতির জনকের শতবর্ষ উদযাপনের রেজুলেশন পাস এবং ২৫ সেপ্টেম্বর যে দিন জাতির পিতা জাতিসংঘে বাংলায় ভাষণ দিয়েছিলেন সেদিনকে বাংলাদেশি ইমিগ্র্যান্ট ডে ঘোষণা করার উদ্যোগ ছিল। কিন্তু করোনাভাইরাস পরিস্থিতি সব পরিকল্পনা ভেস্তে দিয়েছে।

মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারম্যান কথাসাহিত্যিক ফেরদৌস সাজেদীন এক ভিডিওবার্তায় বলেন, আমরা এক অভাবনীয়, দুঃসহ ও অসহায় সময়ের ভেতর দিয়ে যাচ্ছি। এর মধ্যেই নতুন প্রযুক্তির ওপর নির্ভর করে পৃথিবীর মানুষের সৃষ্টিশীলতা, শিল্প- সাহিত্যের বিভিন্ন শাখায় আপন আপন প্রাণস্পন্দনে সজীব হয়ে উঠছে। আর এ পথ ধরেই ভার্চুয়াল বইমেলার আয়োজন। সংবাদ বিজ্ঞপ্তি।

মন্তব্য করুন