প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২১
সমকাল প্রতিবেদক

শনিবার রাজধানীর উত্তরায় এপিবিএন মাঠে বাংলাদেশ পুলিশ ক্রিকেট চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আইজিপি বেনজীর আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা - সমকাল
এপিবিএনের আব্দুস সালাম সোহাগ ম্যান অব দ্যা টুর্নামেন্ট এবং এপিবিএনের মো. ইব্রাহিম ম্যান অব দ্য ফাইনাল হয়েছেন। পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ প্রধান অতিথি হিসেবে খেলা উপভোগ করেন। খেলা শেষে তিনি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
আইজিপি বলেন, খেলাধুলা পুলিশ সদস্যদের প্রশিক্ষণের একটা অংশ। খেলাধুলা শরীর গঠনে সহায়তার পাশাপাশি শৃঙ্খলাবোধ জাগ্রত করে, যা পুলিশের পেশাগত কাজে সহায়ক। তিনি প্রতিটি ইউনিটে নিয়মিত খেলাধুলার আয়োজন করার জন্য ইউনিট কমান্ডারদের নির্দেশ দেন। আইজিপি বলেন, একজন পুলিশ সদস্যকে আগে একজন ভালো মানুষ হতে হবে। ভালো মানুষের সব গুণ অর্জন করতে হবে। কর্তব্যে ও আচরণে ভালো মানুষের গুণাবলি ও মানবিক মূল্যবোধের প্রতিফলন ঘটাতে হবে।
এ সময় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ডিআইজি ও অতিরিক্ত আইজি (ভারপ্রাপ্ত) এবং বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবের সভাপতি মাহাবুবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।