- খবর
- কারাগারে তুষারকাণ্ডে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা :স্বরাষ্ট্রমন্ত্রী
খবর
কারাগারে তুষারকাণ্ডে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা :স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২১
সমকাল প্রতিবেদক
গতকাল মঙ্গলবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন ক্র্যাব সভাপতি মিজান মালিক, সহসভাপতি নিত্য গোপাল তুতু ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফসহ নতুন কমিটির সদস্যরা।
মহামারির মধ্যে কারাবন্দিদের সঙ্গে বাইরের কারও দেখা করার সুযোগ না থাকলেও চলতি মাসের শুরুতে কারা কর্মকর্তাদের সহযোগিতায় তুষারের সঙ্গে এক নারীর সাক্ষাতের ভিডিও প্রকাশিত হলে তা আলোচনার জন্ম দেয়।
এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ক্র্যাবের নির্বাচন দু'বছর পরপর হওয়া উচিত। কারণ এক বছরে কোনো কমিটিই তাদের সব কর্মকাণ্ড সম্পন্ন করতে পারে না। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে সাংবাদিকদের আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে একযোগ কাজ করার আহ্বান জানান তিনি।