- খবর
- বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার প্রচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী
খবর
বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার প্রচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২১
সমকাল প্রতিবেদক
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল রোববার ভোরে কেন্দ্রীয় শহীদ মিনারে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তথ্যমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। ড. হাছান মাহমুদ বলেন, সর্বস্তরে বাংলা ভাষা প্রচলনের জন্যও সরকার কাজ করে যাচ্ছে। উচ্চ আদালতের ভাষা ইংরেজি ছিল। এখন উচ্চ আদালতের রায় বাংলায় করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় জাতিসংঘ একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে। এর আগে তথ্যমন্ত্রী দলের নেতাকর্মীদের নিয়ে রাজধানীর আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।