প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২১
চবি প্রতিনিধি
সভায় ২২ থেকে ২৪ জুন, ২৮ জুন থেকে ১ জুলাই এবং ৫ থেকে ৮ জুলাই পরীক্ষাগুলো নেওয়ার বিষয়ে মত দিয়েছেন ভর্তি কমিটির স্থায়ী সদস্যরা। তবে কোন ইউনিটের পরীক্ষা কবে হবে, তা নির্দিষ্ট করা হবে আগামীকাল বুধবার ভর্তি পরীক্ষা কমিটির চূড়ান্ত সভা শেষে। কবে থেকে ভর্তির আবেদন শুরু, তা-ও জানানো হবে এদিন।
প্রশাসন জানায়, স্বাস্থ্যবিধি মেনে ক্যাম্পাসেই পরীক্ষা নেওয়া হবে। একসঙ্গে ২২ হাজার শিক্ষার্থীর পরীক্ষা নেওয়ার সক্ষমতা থাকলেও একেকবার ১৫ হাজার করে শিক্ষার্থীর পরীক্ষা নেওয়া হবে। ভর্তি পরীক্ষা আগের মতো নৈর্ব্যক্তিকের মাধ্যমে নেওয়া হবে। নম্বর থাকবে ১০০। তবে আগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্টের মান ধরা হতো ২০; এবার এটি কমতে পারে।