প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২১
চট্টগ্রাম ব্যুরো
বিমানবন্দর কাস্টমসের ডেপুটি কমিশনার রোকসানা আক্তার জানান, বাংলাদেশ বিমানের ওই ফ্লাইটে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৫০টি স্বর্ণের বার পাওয়া যায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। গতকাল সকাল ১০টা ২০ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি-১২৮ ফ্লাইটটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর গোপন সংবাদের ভিত্তিতে ওই বিমানে অভিযান চালায় শুল্ক্ক গোয়েন্দা, কাস্টমস হাউস ও জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)।
শুল্ক্ক গোয়েন্দা অধিদপ্তরের সহকারী পরিচালক নুর নাহার লিলি জানান, বিমানটির ১৮ এফ সিট ও ২৬ এ সিটের কুশনের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় স্বর্ণবারগুলো পাওয়া যায়। এ ঘটনায় কোনো যাত্রীকে আটক করা সম্ভব হয়নি।