- খবর
- ৪২ স্থাপনায় লার্ভা, জরিমানা ২০ ভবন মালিককে
খবর
ডিএনসিসির মশকনিধন অভিযান
৪২ স্থাপনায় লার্ভা, জরিমানা ২০ ভবন মালিককে
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২১
সমকাল প্রতিবেদক
ডিএনসিসির পরিদর্শনকারীরা ছয় হাজার ৫৫৬টি সড়ক, নর্দমা, জলাশয়, স্থাপনা পরিদর্শন করেন। এর মধ্যে ৪২টিতে মশার লার্ভা পান। এ সময় তিন হাজার ৫১৪টি মশার প্রজননস্থল ধ্বংস করে কীটনাশক প্রয়োগ করা হয়। মশার লার্ভা ও বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়ার দায়ে ২০ ভবন-স্থাপনার মালিককে তিন লাখ ছয় হাজার টাকা জরিমানা করা হয়।
ডিএনসিসি জানায়, মিরপুর, ভাটারা হরিরামপুর, কারওয়ান বাজারসহ বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চলে। এসব অভিযানে নেতৃত্ব দেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল বাকী, সালেহা বিনতে সিরাজ, মাসুদ হোসেন, সাজিয়া আফরিন, আবেদ আলী, আবদুল্লাহ আল মামুন ও পারসিয়া সুলতানা প্রিয়াঙ্কা।