প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২১
সমকাল প্রতিবেদক
বিকেল সাড়ে ৪টায় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি থাকবেন মঞ্চসারথি আতাউর রহমান, নৃত্যগুরু আমানুল হক ও নাট্যজন মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু। অন্যদের মধ্যে বক্তব্য দেবেন জাতীয় পিঠা উৎসব পরিষদের সভাপতি ম. হামিদ।
গতকাল সোমবার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। উৎসবের বিস্তারিত তুলে ধরেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।