প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২১
সমকাল প্রতিবেদক
বিএসএমএমইউর উপাচার্য কনক কান্তি বড়ূয়া বলেন, ইব্রাহিম খালেদ এখন করোনামুক্ত। তবে করোনায় তার ফুসফুস, কিডনি ও মস্তিস্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। রক্তচাপ কমে গেলে তা ওষুধ দিয়ে ঠিক রাখা হচ্ছে। তবে তার রক্তে প্লাটিলেট অনেক নিচে নেমে গেছে। সব মিলিয়ে তার অবস্থা সংকটাপন্ন।
খোন্দকার ইব্রাহিম খালেদ বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ছাড়াও কয়েকটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। কৃষি ব্যাংকের চেয়ারম্যান ও পূবালী ব্যাংকের স্বতন্ত্র পরিচালকের দায়িত্ব পালন করেছেন তিনি।