- খবর
- জন্মদিনের উৎসবে প্রবীণদের গান শোনালেন ফকির আলমগীর
খবর
জন্মদিনের উৎসবে প্রবীণদের গান শোনালেন ফকির আলমগীর
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২১
গাজীপুর প্রতিনিধি

গণসংগীত শিল্পী ফকির আলমগীরের জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার গাজীপুরে মণিপুর এলাকায় ঋষিজ শিল্পীগোষ্ঠীর আনন্দ আয়োজনে কেক কাটা হয়- সমকাল
৭১তম জন্মদিন উপলক্ষে গাজীপুরের মণিপুর এলাকার মুকুলের বৃদ্ধাশ্রমে এসে প্রবীণদের সঙ্গে সময় কাটিয়েছেন গণসংগীতশিল্পী ও বীর মুক্তিযোদ্ধা ফকির আলমগীর। গল্প করেছেন, শুনিয়েছেন গান। জনপ্রিয় এ কণ্ঠশিল্পীকে কাছে পেয়ে আশ্রমের প্রবীণরা আনন্দিত হন। গতকাল সোমবার বিকেলে প্রবীণ নিবাসের ভেতরে 'আনন্দ আয়োজন' শিরোনামে ঋষিজ শিল্পীগোষ্ঠী এ আয়োজন করে।
মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে প্রথমেই ফকির আলমগীর বাঁশের বাঁশিতে পল্লি সুরের ঝংকার তোলেন। বাঁশি বাজানো শেষে তিনি বলেন, যাদের জীবন অবহেলিত আর বিপন্ন, যারা একাকিত্ব বোধ করেন, যারা নিরানন্দ বোধ করেন, তাদের সঙ্গে জন্মদিন উদযাপন করার ঘোষণা আগেই ছিল। জাতীয় জাদুঘরে যখন ৭০তম জন্মদিন উদযাপন করেছিলাম তখন একজন মুক্তিযোদ্ধা হিসেবে বলেছিলাম, আর কোনো চাকচিক্য সমাবেশে জন্মদিন করব না। যতদিন বেঁচে থাকব কখনও বৃদ্ধাশ্রমে, কখনও পথশিশু, কখনও কুলি, কখনও মজুরের সঙ্গে একাত্ম হয়ে জন্মদিন পালন করব। এর পর তিনি সঙ্গে থাকা একটি জাতীয় পতাকা প্রবীণদের উপহার দেন। আবদুল হালিম নামে এক প্রবীণের শরীরে জড়িয়ে দেন এই পতাকা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, ফকির আলমগীর এমন একজন মানুষ, যিনি সবসময় স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য সংগীতের মাধ্যমে লড়াই করেছেন। বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে অনেক দুঃখ, ব্যথা ও যন্ত্রণা নিয়ে যারা আছেন, তাদের সঙ্গে একজন বিশিষ্ট ব্যক্তির জন্মদিনটা আমরা উদযাপন করছি।
ততক্ষণে সন্ধ্যা ঘনিয়ে আসে। অনুষ্ঠানের অতিথিদের সঙ্গে নিয়ে বড় একটি কেক কাটেন ফকির আলমগীর। ওড়ানো হয় বেলুন। প্রবীণরা এসে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। চারদিকে যখন অন্ধকার নেমে আসে, তখন শুরু হয় গানের আসর। সংগীত পরিবেশন করেন ফকির আলমগীরসহ খ্যাতিমান শিল্পীরা। মুগ্ধ হন নিবাসের বাসিন্দারা।
বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা আবদুল জাহিদ মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী সালমা বেগম সুজাতা, কণ্ঠশিল্পী মো. খুরশিদ আলম, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল জাকী, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ প্রমুখ।