প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২১
চট্টগ্রাম ব্যুরো
২০২০ সালের ২১ অক্টোবর নগরের ওয়াসা মোড়ের হক লাইব্রেরির সামনে থেকে দুই হাজার ৮০০ পিস ইয়াবাসহ র্যাবের হাতে ধরা পড়েন রাঙ্গুনিয়া থানার কনস্টেবল মোশাররফ হোসেন। পরদিন নগরের চকবাজার থানায় একটি মামলা দায়ের করে র্যাব। গত ১২ জানুয়ারি কনস্টেবল মোশাররফ হোসেন ও এএসআই গোলাম মোস্তফাকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মাঈনুর রহমান।
গোলাম মোস্তফা কিছুদিন পলাতক থাকার পর উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিন নিয়ে কর্মস্থল নগর গোয়েন্দা পুলিশের বন্দর জোনে হাজির হলে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। বর্তমানে তিনি দামপাড়া পুলিশ লাইনে সংযুক্ত আছেন।