- খবর
- কুমিল্লার সেই ঘটনায় গ্রেপ্তার বাবা-ছেলে
খবর
মৃত সন্তান নিয়ে থানায় দম্পতি
কুমিল্লার সেই ঘটনায় গ্রেপ্তার বাবা-ছেলে
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২১
কুমিল্লা সংবাদদাতা
চকবাজার পুলিশ ফাঁড়ির এসআই কিবরিয়া জানান, গ্রেপ্তারদের জিজ্ঞসাবাদের জন্য রিমান্ড আবেদন জানানো হবে। নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের পাথুরিয়াপাড়ার সোহেল আরমানের সঙ্গে বসতবাড়ির সম্পত্তি নিয়ে তার মামা আবুল কালামের বিরোধ চলছিল। এর জেরে গত রোববার সন্ধ্যায় কালামের পরিবারের লোকজন সোহেলের ৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী শিল্পী আরমানকে মারধর করে। একপর্যায়ে কালামের স্ত্রী শাহনাজ বেগম লাথি মারে শিল্পীর পেটে। এ ঘটনার পর সোমবার সকালে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ছেলে সন্তান জন্ম হওয়ার কিছুক্ষণ পরই মারা যায়। পরে মৃত নবজাতক কোলে নিয়ে সোহেল দম্পতি বিকেলে কোতোয়ালি মডেল থানায় যান। গৃহবধূ শিল্পী বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে থানায় মামলা করেন।