প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২১
সিরাজগঞ্জ প্রতিনিধি
শহরের দুই নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর তরিকুল ইসলাম জানান, নিউমোনিয়ায় আক্রান্ত শিশুটিকে ছয় দিন আগে তার মা শারমিন খাতুন তাকে জেনারেল হাসপাতালে ভর্তি করেন। মা-ছেলে ছাড়া তাদের সঙ্গে হাসপাতালে আর কেউ ছিলেন না। হাসপাতালে এসেই অপরিচিত এক নারী অ্যাটেনডেন্টের সঙ্গে শারমিনের সখ্য গড়ে ওঠে। মঙ্গলবার দুপুরে শারমিন তার শিশুকে ওই নারীর কাছে রেখে হাসপাতালের নিচে টিউবওয়েলের পানি আনতে যান। এ সুযোগে শিশুটিকে নিয়ে পালিয়ে যায় ওই নারী। জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক সহকারী পরিচালক ডা. সাইফুল ইসলাম বলেন, বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
ইন্সপেক্টর তরিকুল ইসলাম জানান, 'হাসপাতালের অধিকাংশ সিসিটিভি ক্যামেরার রেজুলেশন দুর্বল থাকায় ওই প্রতারক নারীকে ঠিকমতো শনাক্ত দুরূহ হয়ে পড়েছে। সিসিটিভি ক্যামেরার ছবিতে দেখা যায়, দুই নারী শিশুটিকে চুরি করে নিয়ে যাচ্ছে। একজনের অ্যাপ্রোন পরা ছিল। অন্যজন বোরখা পরিহিত। দু'জনের মুখে মাস্ক ছিল।
সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম বলেন, ঘটনাটি উদ্বেগের। তবে এ সম্পর্কে আমাকে এখনও কেউ জানায়নি।