- খবর
- মধুখালীতে ভাতিজার লাঠির আঘাতে সেনা সদস্যের মৃত্যু
খবর
মধুখালীতে ভাতিজার লাঠির আঘাতে সেনা সদস্যের মৃত্যু
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২১
মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
সিলেট সেনানিবাস-২-এ প্যারা ব্যাটালিয়নে কর্মরত ছিলেন তিনি। গত ৩০ জানুয়ারি দুই মাসের নিয়মিত ছুটিতে লক্ষ্মী নারায়ণপুর গ্রামের বাড়িতে এসেছিলেন উজ্জ্বল।
মধুখালী থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, ১২ ফেব্রুয়ারি বড় ভাই মো. এনায়েত মৃধার (৪৫) কাছে ছোট ভাই উজ্জ্বলের পাওনা নয় হাজার টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। এ সময় এনায়েতের ছেলে আকাশ মৃধা (২৫) বাঁশ দিয়ে চাচা উজ্জ্বলের মাথায় আঘাত করলে গুরুতর আহত হন। ঢাকা সিএমএইচে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।