প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২১
পলাশ (নরসিংদী) প্রতিনিধি
ঘোড়াশাল পুলিশ ফাঁড়ি ইনচার্জ জহিরুল ইসলাম জানান, দুপুরে ওই তরুণ-তরুণী ঘোড়াশাল রেলস্টেশনে ঘুরতে আসেন। সেখানে তাদের মধ্যে মনোমালিন্য হওয়ায় এক পর্যায়ে তরুণীটি আত্মহত্যা করতে রেললাইনে গিয়ে দাঁড়ান। এ সময় বিকেল ৪টার দিকে পেছন থেকে ঢাকাগামী এগারসিন্দুর ট্রেন আসতে দেখে সাইফুল দৌড়ে তাকে বাঁচাতে গিয়ে দ্রুতগামী ওই ট্রেনের ধাক্কায় মাথায় আঘাত পেয়ে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ সময় আহত তরুণীকে পুলিশ উদ্ধার করে প্রথমে ঘোড়াশালে রওশন হাসপাতালে ও পরে ঢাকায় পঙ্গু হাসপাতালে পাঠায়। এদিকে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক ইমায়েদুল জাহিদি সাইফুলের লাশ উদ্ধার করে মর্গে পাঠান। তরুণীর বাড়ি সুনামগঞ্জের বদলপুর গ্রামে।