প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২১
সমকাল প্রতিবেদক
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. শফিউল্লাহ হায়দার। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল তামান্না ফেরদৌস। পরে তামান্না ফেরদৌস সাংবাদিকদের বলেন, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে মানব পাচারে জড়িত থাকার অভিযোগে মতিউর রহমানের বিরুদ্ধে সিলেটে মামলা করেন এক ভুক্তভোগী। তার বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ আইনে পৃথক মোট চারটি মামলা রয়েছে। ওই মামলাগুলোতে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট এবং গুরুতর অভিযোগ রয়েছে। এরই মধ্যে দীর্ঘদিন পলাতক থেকে তিনি হাইকোর্টে আগাম জামিন নিতে আসেন। পরে ওই আবেদনগুলো খারিজ করে তাকে পুলিশের হাতে তুলে দেন হাইকোর্ট।